মমহরিগান,বরিশাল প্রতিনিধি: বরিশালের
হিজলা উপজেলা নির্বাচনে স্থগিত
থাকা তিনটি কেন্দ্রের নির্বাচন
২৭ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায়
সোমবার নির্বাচনের এ তারিখ
নির্ধারণ
করা হয়েছে বলে রির্টানিং অফিসার
ও সিনিয়র জেলা নির্বাচন
অফিসার মোঃ দুলাল তালুকদার জানিয়েছেন। রির্টানিং অফিসার বলেন,
‘তৃতীয় দফা নির্বাচনে শনিবার
হিজলা উপজেলার
৩০টি কেন্দ্রের মধ্যে দক্ষিণ
বড়জালিয়া, হিজলা বাজার ও
সংহতি মাধ্যমিক বিদ্যালয়
কেন্দ্রে নির্বাচনের পরিবেশ
না থাকার অভিযোগে স্থগিত
করা হয়।’
‘এই তিনটি কেন্দ্রে ৯ হাজার ২১
ভোট রয়েছে। নির্বাচন কমিশনের
নির্দেশনা অনুযায়ী ২৭ মার্চ
বৃহস্পতিবার এই তিন কেন্দ্রে ভোট
গ্রহণ করা হবে।’
সোমবার, ১৭ মার্চ, ২০১৪
বরিশালের হিজলার উপজেলার স্থগিত তিন কেন্দ্রের নির্বাচন ২৭ মার্চ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন