রিগান,বরিশাল প্রতিনিধি: উপজেলা নির্বাচনে কারচুপির
প্রতিবাদে মহানগরীসহ সদর
উপজেলায় বিএনপি নেতৃত্বাধীন
উনিশদলের ডাকা হরতালে (দুপুর
দুইটা পর্যন্ত) কোনো ধরনের
অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির
নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে দুই
একটি স্থানে মিছিল বের করলেও
পুলিশ যাওয়ার আগেই
তারা সটকে পড়ে।
সকাল সাতটার
দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক
আফরোজা খানম নাসরিনের
নেতৃত্বে একটি ২০/২৫কর্মী নগরীর
নবগ্রাম সড়কে টায়ার
জ্বালিয়ে মিছিল করার
চেস্টা চালায়। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে পৌঁছলে তারা দ্রুত
সটকে পরে।
এদিকে হরতালের
প্রতিবাদে বরিশাল
নগরীতে বিক্ষোভ মিছিল
করেছে কোতয়ালী থানা আওয়ামীলীগ
ও যুবলীগ। মিছিলটি বরিশাল নৌ-
বন্দর এলাকা থেকে বের সোহেল
চত্ত্বরস্থ আওয়ামীলীগের দলীয়
কার্যালয়ের
সামনে গিয়ে সংক্ষিপ্ত
সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
হরতালে নগরীতে তেমন
একাটা প্রভাব না পড়ায় নগরীর
অধিকাংশ দোকানপাট
খোলা রয়েছে। নগরীর
ভেতরে প্রতিদিনের ন্যায়
যানবাহন চলাচল
করতে দেখা গেছে।
রবিবার, ২ মার্চ, ২০১৪
নিরুত্তাপ হরতাল বরিশালে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন