রবিবার, ২ মার্চ, ২০১৪

বাবুগঞ্জে বরিশাল গামী বাস খাদে : নিহত ৩, আহত ২০

রিগান,বরিশাল প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলায়
যাত্রীবাহী একটি বাস
খাদে পড়ে তিনজন নিহত ও ২০ জন
আহত হয়েছেন। রোববার ভোররাত
চারটার দিকে বরিশাল-
ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের
রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায়
ঢাকা প্রেরণ করা হয়েছে।
বাকিদের
বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়
(শেবাচিম)
হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা সকলে ওই বাসের
যাত্রী ছিলেন।
নিহতরা হচ্ছেন- বাস চালক রুস্তুম
আলী (৪০) ও সুপারভাইজার ইয়াজমূল
হোসেন (৩০) ও চালকের
সহকারী রাজু (২২)।
থানা ও স্থানীয়
সূত্রে যানা গেছে, শনিবার সন্ধ্যায়
ঢাকার সায়দাবাদ
থেকে পটুয়াখালীর দশমিনার
উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের
একটি নৈশকোচ (ঢাকা মেট্রো ব
০২-০৫৩০) রোববার
ভোররাতে বাবুগঞ্জের
রামপট্টি এলাকায় আসলে বাম
পাশের চাকা পাংচার হয়ে যায়। এ
সময় বাসটি নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তার পাশের
খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাস
চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়।
আহত হন চালকের সহকারী রাজু সহ
বাসের আরো ২০ যাত্রী। এর
মধ্যে বরিশাল
শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়
(শেবাচিম) হাসপাতালে নেয়ার
পর রাজু মারা যান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন