নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে দায়িত্বরত এক আনসার
সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১টার দিকে মগবাজার
ওয়্যারলেস গেইট এলাকায়
বিটিসিএল কলোনির সামনে এ
ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিমের (২৮)
বাড়ি গাইবান্ধা জেলার
সাঘাটায়। ছয় মাস আগে তার
বিয়ে হয়েছিল বলে রমনা থানার উপ
পরিদর্শক কামাল হোসেন জানান।
রাতে বিটিসিএল কলোনির
দায়িত্বে থাকা আনসার সদস্যদের
বরাত দিয়ে তিনি জানান,
কয়েকজন যুবক পরিচয়
না দিয়ে কলোনিতে প্রবেশ
করতে চাইলে আনসার সদস্য আলিম
তাদের বাধা দেন। এ সময়
বাগবিতণ্ডা হলে তারা আলিমের
দিকে কয়েকটি গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ
আলিমকে হাসপাতালে নিয়ে যান
আনসার সদস্য আনোয়ার হোসেন।
তিনি বলেন, “হঠাৎ গুলির শব্দ
পেয়ে ক্যাম্প
থেকে দৌঁড়ে কলোনির গেইটের
সামনে গিয়ে দেখি, আলিম
মাটিতে পড়ে আছে ।”
আলিমকে দ্রুত ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে নেয়ার পর
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪
মগবাজারে আনসার সদস্যকে গুলি করে হত্যা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন