রিগান,বরিশাল প্রতিনিধি: আচরণবিধি লংঘনের
অভিযোগে হিজলা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ
সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও দুই
ভাইস চেয়ারম্যান
প্রার্থীকে কারণ দর্শানোর
(শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার হিজলা উপজেলার
সহকারী রিটানিং অফিসার
জাহিদুল ইসলাম শোকজ নোটিশ
প্রদান করে নোটিশপ্রাপ্তদের
আগামী একদিনের মধ্যে জবাব
দিতে নির্দেশ দিয়েছেন।
নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন-
চেয়ারম্যান প্রার্থী সুলতান
মাহমুদ টিপু সিকদার, ভাইস
চেয়ারম্যান প্রার্থী পণ্ডিত
শাহাবউদ্দিন ও নাজমা বেগম।
সহকারী রিটানিং অফিসার
জাহিদুল ইসলাম আমাদের বরিশাল
ডটকম’কে জানান, গত ৯ মার্চ
হিজলা উপজেলা পরিষদ
মাঠে আওয়ামীলীগের জনসভায়
উস্কানীমূলক বক্তব্য
দেওয়া আচরণবিধি লংঘনের
অভিযোগে এই তিন
প্রার্থীকে শোকজ নোটিশ
দেওয়া হয়েছে।
বুধবার, ১২ মার্চ, ২০১৪
হিজলায় আ’লীগ সমর্থিত তিন প্রার্থীকে শোকজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন