সোমবার, ২৪ মার্চ, ২০১৪

জিয়াউর রহমানের খুনি এরশাদ

নিজম্ব প্রতিবেদক: বিএনপি’র প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “জিয়াউর রহমানের খুনি হুসেইন মুহাম্মাদ এরশাদ। এই খুনিদের নিয়ে সরকার আজ ক্ষমতায় আছে এবং সংসদে এরশাদের জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসিয়েছে।”
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে 'জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন' আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন বলেন, “সরকার নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করলেও সত্যিকার অর্থেই তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নন। তারা যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতো তাহলে খুনি, স্বৈরাচারী এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ দিতে পারতো না।”

বর্তমান সরকারকে তাদের এসব গর্হিত কাজের জন্য একদিন জনগণের আদালতে জবাব দিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মামলার চার্জ গঠন সম্পর্কে তিনি বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমদের দলীয় প্রধান ও তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জ গঠন করে হয়রানি করছে।”
এসময় 'মিথ্যা মামলা' প্রত্যাহার করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন