সোমবার, ২৪ মার্চ, ২০১৪

সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হিরনকে

রিগান,বরিশাল প্রতিনিধি :  বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, সদর আসনের বর্তমান সাংসদ শওকত হোসেন হিরণকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। সোমবার বিকেল ৫ টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানা গেছে। দুপুর দেড়টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালের বিশেষ মেডিকেল টিম জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
মেডিকেল টিমের প্রধান নিউরোলোজিষ্ট প্রফেসর ডাঃ দীন মোহাম্মাদ জানান, সোমবার বিকেল ৫ টায় একটি থাই এয়ার এ্যাম্বুলেন্সযোগে এমপি হিরনকে সিঙ্গাপুরে নেয়া হবে। তার সাথে একজন নিউরো সার্জনসহ তার কয়েকজন স্বজন যেতে পারবেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, সিঙ্গাপুরে তাঁর (হিরনের) আরেকটি অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারটি সফল হলে তিনি সুস্থ্য হবেন বলে আশা করা হচ্ছে।
মেডিকেল টিমের বৈঠকে উপস্থিত ছিলেন, নিউরোলোজিষ্ট প্রফেসর ডাঃ দীন মোহাম্মাদ, নিউরো সার্জন প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া, ভারতের নিউরো সার্জন প্রফেসর (ডাঃ) ম্যাথিউ জে. চ্যান্ডি, বাংলাদেশের অধ্যাপক ব্রিঃ জেঃ (অবঃ) জাহাঙ্গীর আলম সহ ৫ সদস্য।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হোসেন হিরন’র উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর বার্তা পাঠান স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ডাঃ দীন মোহাম্মাদ নূরুল হকের মাধ্যমে। সে অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন