সোমবার, ৩ মার্চ, ২০১৪

আফ্রিদি ঝড়ে জয় পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১
উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়
জয় তুলে নিয়েছে পাকিস্তান। এ
জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট
নিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত
করে তুলেছে গত আসরের
চ্যাম্পিয়নরা। মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট
করে নির্ধারিত ওভারে ৮
উইকেটে ২৪৫ রান সংগ্রহ করেছিল
ভারত। পাকিস্তান ৪৯.৪ ওভারে ৯
উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ
করে জয় তুলে নেয়। টসে হেরে ব্যাট
করতে নামা ভারতের
শুরুটা ভালো হয়নি। দলীয় ১৮
রানে মোহাম্মদ হাফিজের
শিকারে পরিণত হন আগের
ম্যাচে সেঞ্চুরি মিস করা শিখর
ধাওয়ান (১০)। উমর গুলের
বলে অধিনায়ক কোহলি (৫)
উইকেটের পেছনে আকমলের
ক্যাচে পরিণত হলে ৫৬
রানে দ্বিতীয় উইকেট হারায়
ভারত।
৯২ রানে রোহিত শর্মা (৫৬) ও ১০৩
রানে আজিঙ্কা রাহানেকে (২৩)
ফিরিয়ে পাকিস্তানকে চালকের
আসনে বসিয়ে দেন মোহাম্মদ
তালহা। পঞ্চম উইকেট
জুটিতে আম্বাতি রাইডু ও দিনেশ
কার্তিক
ভারতকে ম্যাচে ফেরানোর
চেষ্টা করেন। জুটিতে ৫২ রান যোগ
করার পর কার্তিক (২৩) হাফিজের
দ্বিতীয় শিকারে পরিণত হন।
ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়
হাফ সেঞ্চুরি স্পর্শ করে ব্যক্তিগত ৫৮
রানে রাইডু সাইদ আজমলের
বলে আনোয়ার আলির
ক্যাচে পরিণত হন।
শেষদিকে রবীন্দ্র জাদেজা ৪৯
বলে ৫২ রানে অপরাজিত
থাকলে নির্ধারিত ওভারে ৮
উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে ভারত।
আজমল ৩টি এবং তালহা ও হাফিজ
২টি করে উইকেট লাভ করেন।
২৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট
করতে নামা পাকিস্তান শারজিল
খান-আহমেদ শেহজাদের
ওপেনিং জুটিতে ৭১ রানের ভিত
পেয়ে যায়। শারজিল (২৫) অশ্বিনের
বলে বোল্ড হলে জুটি ভাঙে। ১১৩
রানের মধ্যে শেহজাদ (৪২), মিসবাহ
(১) ও আকমলের (৪) উইকেট
হারিয়ে বিপদে পড়ে যায়
পাকিস্তান। পঞ্চম উইকেট
জুটিতে হাফিজ ও শোয়াইব মাকসুদ
৮৭ রান যোগ
করে পাকিস্তানকে চালকের
আসনে বসিয়ে দেন। সেঞ্চুরির
পথে ছোটা হাফিজ ব্যক্তিগত ৭৫
রানে অমি মিশ্রর শিকারে পরিণত
হন। দলীয় ২০৩ রানে মাকসুদ (৩৮)
রানআউট হলে ভারত
দারুণভাবে ম্যাচে ফেরার
চেষ্টা করে। কিন্তু শহীদ
আফ্রিদি ১৮ বলে ২টি চার
এবং ৩টি ছয়ে ৩৪* রানের
একটি টর্নেডো ইনিংসে ম্যাচের
ভাগ্য গড়ে দেন। তাতে ৪৯.৪
ওভারে ৯ উইকেট হারিয়ে জয়সূচক
২৪৯ রান তুলে নেয় পাকিস্তান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন