নিজস্ব প্রতিবেদক: জঙ্গিদের
নিয়ে দেশবাসীর আতঙ্কগ্রস্ত হওয়ার
কিছুই নেই।
তারা যাতে ভারতে পালাতে না পারে সেজন্য
বিএসএফকে ছবিসহ তাদের তথ্য
দেয়া হয়েছে।
তিন জঙ্গি ছিনতাইয়ে ঘটনায় তদন্ত
কমিটি যাদের নাম সুপারিশ
করেছে তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও
জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন
সাংবাদিকদের এক প্রশ্নের
জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ঘটনার
সঙ্গে সঙ্গে আমরা এক
জঙ্গিকে গ্রেফতার করছি। বাকি দুই
জঙ্গিকে ধরার
চেষ্টা চালানো হচ্ছে। তারা দ্রুত
ধরা পড়বে। পুলিশ তাদের সব তথ্য
উপাত্ত নিয়েছে। শুধু তারা নয়
তাদের মূল পরিকল্পনাকারীদের
বিষয়েও পুলিশ তদন্ত
রিপোর্টে উল্লেখ করেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, তদন্ত
কমিটি প্রতিবেদনে যে সুপারিশগুলো করেছে সেগুলো নিয়ে আমরা আবার
বসবো।
এরপরে দেশবাসীকে জানানো হবে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তের সময়
পুলিশের ডিআইজি,স্থানীয় সুপার ও
জনপ্রতিনিধিরা অনেক্ই অনেক
কথা বলেছেন।
সোমবার, ৩ মার্চ, ২০১৪
জঙ্গি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন