নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম
সদস্য শেখ সেলিমকে দল থেকে ৪৮
ঘণ্টার মধ্যে বহিষ্কারের পরামর্শ
দিয়েছেন
বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু
গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে জাতীয় প্রেস
ক্লাবে জাতীয়তাবাদী সমবায় দল
আয়োজিত এক আলোচনা সভায়
গয়েশ্বর একথা বলেন।
রোববার জাতীয়
সংসদে ‘আন্দোলনের নাম
নিলে হাত পা কেটে দেয়া হবে’
শেখ সেলিমের দেয়া এমন বক্তব্যের
জবাবে তিনি বহিষ্কারের
কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য
করে গয়েশ্বর বলেন,
“জনগণকে সুরসুরি দেয়া,
বিরোধী দলকে খোঁচা মারার ফল
ভালো নয়। শেখ
হাসিনা যদি বুদ্ধিমান হয়
তাহলে শেখ সেলিমকে ৪৮ ঘণ্টার
মধ্যে বহিষ্কার করবেন। নিজের
ভালো বুঝলে এই ধরনের জঙ্গি ও
সন্ত্রাসীদের এক মুহূর্তের জন্য
দলে রাখবেন না।”
তিনি বলেন, “ভারতের আশির্বাদ
নিতে গিয়ে সরকার জনগণের
কথা ভুলে গেছে। আপনি জনগণের
অধিকার ফিরিয়ে দিন। আমরা চাই
না আপনার বাবার পরিণতি আপনারও
হোক।
সোমবার, ৩ মার্চ, ২০১৪
আওয়ামী লীগ থেকে শেখ সেলিমকে বহিষ্কারের পরামর্শ গয়েশ্বরের
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন