রবিবার, ২৩ মার্চ, ২০১৪

বঙ্গবন্ধুর ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয়ছে : ইনু

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয়ছে এমন দাবি করে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক যুদ্ধ। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরিণতিতে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। এ দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনে যারা কোনো ভূমিকা রাখেনি তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে। ১৯৭১ সালের ২৭ মার্চ একজন মেজরের রেডিও ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বলে যারা দাবি করে তাদের চেয়ে বড় মিথ্যাবাদী আর নেই।”

শনিবার বিকেলে ‌‌শহীদ কর্নেল তাহের বীরউত্তম মিলনায়তনে 'মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, “৭৫ পরবর্তী সামরিক শাসকরা গণতন্ত্র ও মানুষ হত্যার পাশাপাশি ইতিহাসকেও হত্যা করেছিল। ইতিহাস বিকৃতি মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ। স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে গিয়ে সেদিনও মিথ্যাচারকে তাদের প্রধান হাতিয়ার বানিয়েছিল, বেগম খালেদা জিয়া-বিএনপি-জামায়াত আজও মিথ্যাচারকেই প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

তিনি আরো বলেন, “মহাজোট সরকার বিকৃতি ও মিথ্যাচার থেকে জাতীয় ইতিহাস পুনরুদ্ধার করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে চিরতরে ক্ষমতার বাইরে রাখার মধ্য দিয়েই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করা সম্ভব হবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন