পটুয়াখালী প্রতিনিধি: প্রভাব বিস্তার ও
সহিংসতার কারণে পটুয়াখালীর
মরিচবুনিয়া ইউনিয়নে দারুস
সালাম মাদরাসা কেন্দ্র ও
দিবুয়ারপুর মাধ্যমিক
বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন
বর্জন
করেছে বিএনপি সমর্থিত
চেয়ারম্যান প্রার্থী সাহাদৎ হোসেন
মৃধা। চতুর্থ
দফা উপজেলা নির্বাচন
চলাকালে সকাল ১০টায়
তিনি এই দুই কেন্দ্রের
নির্বাচন বর্জনের
ঘোষণা দেন।
বিএনপি সমর্থিত
চেয়ারম্যান
প্রার্থী সাহাদৎ হোসেন
মৃধা অভিযোগ করেন,
সকলে নির্বাচন শুরুর
আগে থেকে সরকার দর্লীয়
কয়েক জন এ দুই
কেন্দ্রে ভোটকারচুপি ও
প্রভাব বিস্তার করেন।
তারা কেন্দ্রে ভোটারদের
আসতে বাধা দেন। এ
কারণে এ দুই
কেন্দ্রে নির্বাচন বর্জন
করা হয়েছে।
রবিবার, ২৩ মার্চ, ২০১৪
পটুয়াখালীর ২ কেন্দ্রে বিএনপির নির্বাচন বর্জন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন