শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

কে বাংলাদেশর প্রথম রাষ্ট্রপতি?

নিজম্ব প্রতিবেদক: এত কাল তর্ক ছিল
স্বাধীনতার ঘোষণা নিয়ে। আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হয়, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার
ঘোষক। এ কথা তর্কাতীত যে,
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু
স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ২৫
মার্চ রাতে গ্রেপ্তারের আগেও
তিনিস্বাধীনতাঘোষণাকরেছিলেন।
ঘোষণাপরেসেআওয়ামীলীগকর্মীরাদেশব্যাপীপ্রচার
করেছিলেন। কিন্তু
বিএনপির পক্ষ থেকে মেজর
জিয়াউর রহমানকেই
স্বাধীনতার ঘোষক
হিসেবে দাবি করা হয়।
কালুরঘাট বেতার কেন্দ্র
থেকেতিনিযেঘোষণাদিয়েছিলেন
সেটি প্রথম ঘোষণা নয়,
তবে অন্যতম ঘোষণা। এ বিতর্ক
এখন অনেকটাই স্তিমিত।
এবার বিতর্ক উঠেছে প্রথম
রাষ্ট্রপতি নিয়ে। ২৭ মার্চ
মেজর জিয়াউর রহমান কালুর
ঘাট বেতার কেন্দ্র
থেকে স্বাধীনতার
যে ঘোষণা দিয়েছিলেন
তাতেপ্রথমেতিনিনিজেকেরাষ্ট্রপ্রধান
বলে দাবি করেন,
পরে বঙ্গবন্ধুর
পক্ষেস্বাধীনতাঘোষণাকরেনিজের
প্রথম ঘোষণার ভুল সংশোধন
করেন। তার ভুলটিকে ঠিক
ধরে নিয়ে, তারই পুত্র
তারেক রহমান লন্ডনের এক
সেমিনারে জিয়াউর
রহমানকে প্রথম
রাষ্ট্রপতিহিসেবেদাবিকরেন।
পরে বিএনপি নেতারাও
তাঁর সঙ্গে সুর
মেলাতে থাকেন। সর্বশেষ
সুর মিলিয়েছেন
খালেদা জিয়াও।
বিএনপির এই দাবির প্রত্যুত্তর
দিতে গিয়ে আজ
আওয়ামী লীগের সভাপতি ও
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেছেন,
'বাংলাদেশের প্রথম
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান।'
আজ বৃহস্পতিবার
বিকেলেদুটিআলাদাঅনুষ্ঠানেপ্রথম
রাষ্ট্রপতি বিষয়ে কথা বলেন
শেখ হাসিনা ও
খালেদা জিয়া।
দুটি অনুষ্ঠানের আয়োজনই
ছিল মহান স্বাধীনতা দিবস
উপলক্ষে। এ নিয়ে মুখরোচক
নানা আলোচনা চলছে।
আজ বিকেলে কৃষিবিদ
ইনস্টিটিউটেস্বাধীনতাদিবস
উপলক্ষে আয়োজিত এক
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেন,
তারা (বিএনপি) এখন
ফর্মুলা পাল্টেছে, এত দিন
বলেছে জিয়া স্বাধীনতার
ঘোষক, এখন বলছে প্রথম
রাষ্ট্রপতি।
বাংলাদেশে প্রথম
রাষ্ট্রপতি শেখ মুজিবুর
রহমান, প্রথম
উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল
ইসলাম, প্রথম
প্রধানমন্ত্রী তাজউদ্দিন
আহমেদ।
অন্যদিকে আজ সন্ধ্যায়
'মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার
স্বাধীনতার ঘোষক জিয়াউর
রহমান বীর উত্তম' শীর্ষক
আলোচনা সভায়
খালেদা জিয়া বলেন,
আওয়ামী লীগ নেতারাও
স্বীকার করেন, জিয়াউর
রহমানই স্বাধীনতার
ঘোষণা দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন