শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

খালেদাকে মুক্তিযুদ্ধের সম্মাননা হাস্যকর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, "খালেদা জিয়াকে মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হাস্যকর। নতুন প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ। আপনি (খালেদা জিয়া) নতুন করে তাদের বিভ্রান্ত করতে পারবেন না।"

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ খাজা নাজিমুদ্দিন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, "জাতীয় সংগীতের চেতনায় জাতি যখন ঐক্যবদ্ধ, ঠিক তখনই বিভ্রান্ত ছড়াতে খালেদা জিয়া ও তার ছেলে এ ধরনের উদ্ভট দাবি করেছেন। অথচ জিয়াউর রহমান জীবিত থাকতে কখনো এ ধরনের দাবি করেননি।"

খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, "স্বাধীনতার ৪৩ বছর পর মা (খালেদা জিয়া) ঢাকায় বসে, পুত্র (তারেক রহমান) লন্ডনে বসে নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন। এতদিন বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আর এখন বলছেন তিনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি।"

তিনি আরো বলেন, "এ ধরনের কথা বলে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য তাকে (খালেদা জিয়া) জাতির কাছে ক্ষমা চাইতে হবে।"

"১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিব নগরে বাংলাদেশের প্রথম আওয়ামী লীগের নেতৃত্বে মন্ত্রীসভা গঠিত হয়েছে। স্বাধীনতার ঘোষণা অনুযায়ী বাঙালি জাতির প্রথম রাষ্ট্রপতি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান" উল্লেখ করেন তিনি।

সুরঞ্জিত বলেন, "খালেদা জিয়া বুঝতে পেরেছেন যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে এ দেশে রাজনীতি করা যাবে না। এজন্যই তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন