বুধবার, ২৬ মার্চ, ২০১৪

সাংসদ সওকত হোসেন হিরণ শঙ্কামুক্ত নন

রিগান, বরিশাল প্রতিনিধি: ঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সাংসদ শওকত হোসেন হিরণের অস্ত্রোপচার সফল হলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। আরো ৫-৭ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকরা সাংসদ হিরণের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রীফ করবেন বলে সিঙ্গাপুরে থাকা স্বজনরা জানিয়েছেন।
আওয়ামীলীগ নেতা ইসাহাক আলী খান পান্না জানান, তিনি (হিরণ) এখনো অচেতন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা তাকে আরো এক সপ্তাহ নিবির পর্যবেক্ষণে রাখবেন। সোমবার গভীর রাতে হিরণকে নিয়ে মাইন্ট এলিজাবেথ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রোগী ও পূর্বের পর্যবেক্ষণের কাগজপত্র দেখে চার ঘন্টার মধ্যে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজের অনুমতি নিয়ে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
তবে অস্ত্রোপচার সফল হলেও হিরণ এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা।
এর আগে সোমবার রাত আটটায় সাংসদ হিরণকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। রাত পৌনে একটায় সিঙ্গাপুরে গিয়ে পৌঁছান তিনি।
সোমবার দুপুর দেড়টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালের বিশেষ মেডিকেল টিম জরুরী বৈঠকে উন্নত চিকিৎসার জন্য সাংসদ হিরণকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেন।
সে সময় মেডিকেল টিমের প্রধান নিউরোলোজিষ্ট প্রফেসর ডাঃ দীন মোহাম্মাদ আমাদের বরিশাল ডটকম’কে জানান, সিঙ্গাপুরে হিরনের আরেকটি অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারটি সফল হলে তিনি সুস্থ্য হবেন বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন