বুধবার, ২৬ মার্চ, ২০১৪

বরিশালে স্বাধীনতা দিবস উদযাপন

রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৪তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুছ, বিভাগীয় কমিশনার মো. গাউস মিয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুনর রশীদ, ডিআইজি ডা. আ. রহিম, জেলা প্রশাসক মো.শহীদুল আলম, পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এরপর সকাল সাড়ে আটটায় বদ্ধভূমির উদ্দেশ্যে পদযাত্রা করে নয়টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস মিয়া। এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের দলিল পত্র প্রদর্শণীর আয়োজন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। ও শিশু একাডেমি আয়োজন করে প্রতিযোগিতামূলক ছবি আঁকা, রচনা লেখা, আবৃত্তি ও সংগীতানষ্ঠানের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন