নিজম্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, সেসময় জিয়া পাকিস্তানে বদলি হওয়ার পরও চট্টগ্রামে সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গেছেন। বাধার মুখে পড়ে সেখানে অবস্থান করছিলেন। পরে ঘটনাচক্রে তিনি মুক্তিযোদ্ধা হয়েছেন। মূলত তিনি পাকিস্তানি সেনা বাহিনীর পক্ষে কাজ করেছেন। যার জন্য তাদের পক্ষ থেকে তার কাছে সন্তুষ্টির চিঠি পাঠানো হয়েছে।
রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের এ নেতা বলেন, ৭১ এর অস্ত্রধারীদের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আমার শ্রদ্ধাভাজন বেগম খালেদা জিয়া। তার স্বামীও একই কাজ করেছেন।
আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে গিনেজ বুকে নাম লেখাবো খালেদা জিয়ার এমন বক্তব্যে তিনি বলেন, আমি খালেদা জিয়াকে একটু পড়াশুনা করার জন্য বলব। গিনেজ বুকে আন্দোলনের কোনো রেকর্ডের সুযোগ নেই। হাছান মাহমুদ বলেন, গতকাল খালেদা জিয়া আমাদের জাতীয় সংগীতকে নিয়ে কটাক্ষ করেছেন। এতে প্রমাণ হয়, তাদের কাছে আমাদের জাতীয় সংগীতের মর্যাদা নাই। তাদের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও নিরাপদ নয়।
বিএনপি নেত্রী এখন বিদেশিদের কাছে গিয়ে ধরণা দিচ্ছেন দাবি করে সাবেক বনমন্ত্রী বলেন, তিনি এখন বিদেশিদের কাছে গিয়ে ধরণা দেন। তাদের কাছে অনুনয় বিনয় করে বলেন, আমাদের একটু ডাকতে বলেন না। হাছান মাহমুদ বলেন, আমরা আলোচনায় বিশ্বাসী। তবে তার আগে খালেদা জিয়াকে স্বাধীনতায় বিশ্বাস ও জন্ম তারিখ ঠিক করে স্বাধীনতা বিরোধীদের ত্যাগ করতে হবে। নির্বাচন ৫ বছরের আগে হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন