নিজম্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত জাতীয় জাদুঘরের চতুর্থ তলায় আজ রোববার সকাল নয়টার দিকে আগুন লাগে। এর আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু স্থানে অল্প পরিমাণে আগুন জ্বলছে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল নয়টা পাঁচ মিনিটে জাদুঘরের চতুর্থ তলায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এলেও কোথাও কোথাও অল্প পরিমাণে জ্বলছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তিনি জানাতে পারেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন