চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় আজ মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি মিনিবাসের চারজন যাত্রী নিহত হয়েছেন। রেলক্রসিং পার হওয়ার সময় মিনিবাসটি ট্রেনের সামনে এসে পড়লে এ ঘটনা ঘটে। নিহত সবাই পোশাকশ্রমিক। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
নিহত পোশাকশ্রমিকেরা হলেন ইয়াসমিন আক্তার, রিয়া আক্তার, জুলি আক্তার ও সুইটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য জানান।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হারুনুর রশিদ হাজারী জানান, বেইজ টেক্সটাইল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার ১৫-১৬ জন শ্রমিক একটি মিনিবাসে (চট্ট মেট্রো চ-১১-১৯৪৬) করে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সোয়া আটটার দিকে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা দিয়ে মিনিবাসটি সংকেত অমান্য করে বিপজ্জনকভাবে রেলক্রসিং পার হচ্ছিল। রেলক্রসিংয়ে কোনো গেট নেই। এ সময় দোহাজারী থেকে চট্টগ্রাম শহরমুখী একটি ট্রেন ওই রেললাইন দিয়ে আসছিল। মিনিবাসটি ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অন্তত চারজন নিহত হন। নিহত ব্যক্তিরা সবাই পোশাকশ্রমিক। সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও পোশাকশ্রমিকেরা ওই এলাকায় কিছুক্ষণ বিক্ষোভ করেন। মিনিবাসের চালক দিদারুল আলমকে (৩২) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন