মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

বিদ্রোহীদের নিষ্ক্রিয় করবে আ’লীগ!

নিজস্ব প্রতিবেদক: প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াতের সাথে পরাজয় বরন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ জন্য পরবর্তী ধাপের উপজেলা নির্বাচনগুলোতে জয়ের ধারায় ফিরে আসতে সর্বাত্বক প্রচেষ্টা শুরু করেছে দলটি। এ নিয়ে দলের ভিতরে বাইরে চলছে নানা ধরনের হিসেবে-নিকেশ। উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের নিষ্ক্রিয় করতে ইমেজ সম্পন্ন এবং দলের জনপ্রিয় নেতাদের মনোনয়নের পাশাপাশি তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে দলের হাইকমান্ডরা। এতে অনেকটাই বিদ্রোহী প্রার্থী কমে আসবে বলে ও মনে করছেন অনেকে।

গত শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার দলের একাধিক নেতা এসব তথ্য জানিয়েছেন।

বৈঠক সূত্র জানিয়েছে, বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার কিংবা নির্বাচনের মাঠে নিষ্ক্রিয় রাখার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। পাশাপাশি এসব বিদ্রোহী প্রার্থীকে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করতে বলা হচ্ছে। কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থীর অবস্থান ভালো হওয়ায় তাকেই দলীয় প্রার্থী ঘোষণার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ সময় ১৫ মার্চ অনুষ্ঠেয় ৮৩টিসহ বাকি তিন ধাপের উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিশেষ করে দলীয় প্রার্থীদের অবস্থান নিয়ে আলোচনা হয়। বাকি নির্বাচনগুলোতে যেসব উপজেলায় বিদ্রোহী তথা দলের একাধিক প্রার্থী রয়েছেন সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু কর্মপন্থাও ঠিক করা হয়। এছাড়া বৈঠকে নির্বাচনের মাঠে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কায় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের মত আগের কঠোর অবস্থান থেকে সরে আসার বিষয়েও আলোচনা হয়। প্রথম ও দ্বিতীয় দফায় নির্বাচনকালে বেশ কিছু বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেও দল সমর্থিত প্রার্থীর পরাজয় ঠেকানো যায়নি। উল্টো কোথাও কোথাও তা হিতে বিপরীত হয়েছে। এ বিবেচনায় অন্তত এই মুহূর্তে দল থেকে বহিষ্কার না করে মাঠের অবস্থান পর্যবেক্ষণ ও বুঝিয়ে শুনিয়ে বিদ্রোহী প্রার্থীদের নিষ্ক্রিয় রাখার বিষয়ে একমত হন নেতারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন