বুধবার, ৫ মার্চ, ২০১৪

পরাজয়ের পরও আক্ষেপ নেই এনামুলের

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপে ভারতের
বিপক্ষে করেছিলেন ৭৭। তাঁর ব্যাট
কথা বলেছে পাকিস্তানের
বিপক্ষেও। কাল শুরুতেই
বোঝা যাচ্ছিল, রানের তেষ্টায়
ছটফট করছেন এনামুল হক।
সে তেষ্টা মিটল অসাধারণ এক
সেঞ্চুরি করে।
ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম
ইনিংসেই দ্বিতীয় শতক ছোঁয়ার পর
যেন পাখা মেলে উড়তে চাইলেন
আকাশে। শাহরিয়ার নাফীস (৪) ও
তামিম ইকবালের (৪) পর একাধিক
সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম
ওপেনার এনামুল।
বলে নেওয়া ভালো,
দুটি সেঞ্চুরি করতে যেখানে শাহ
২৮ ও তামিমের ৬০ ইনিংস
লেগেছিল, সেখানে এনামুলের
লেগেছে ১৪ ইনিংস।
গতকাল ৩২৬ করেও পাকিস্তানের
বিপক্ষে জিততে পারেনি বাংল
তবে খেলোয়াড়দের এক পরাজয়ের
গ্লানি নিয়ে পড়ে থাকার সুযোগ
নেই। ব্যর্থতার
ক্লান্তি মুছে মাথা তুলে দাঁড়াত
পরের লড়াইয়ের জন্য।
পাকিস্তানের বিপক্ষে এ হারকেও
স্বাভাবিকভাবে নিচ্ছেন এনামুল,
‘আত্মবিশ্বাসে আমাদের
কোনো ঘাটতি নেই। গতকাল সবাই
মিলে দারুণ স্কোর গড়েছি।
এতে ভবিষ্যতে আমাদের
আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে।’
সাম্প্রতিক সময়ে ক্লোজ
ম্যাচে হেরে যাওয়া ব্যাখ্যা করল
এভাবে, ‘ম্যাচ সাধারণত চার
প্রকার। ১. জয় ২. হার ৩. বড়
ব্যবধানে হার ৪. অল্প ব্যবধানে হার
(ক্লোজ ম্যাচ)। ক্লোজ
ম্যাচে হারা খেলারই অংশ।’
খানিকটা কৌতুকের সুরেই বললেন,
‘মনে হয় সামনের দিনগুলো আরও
ভালো হবে। এ কারণেই বোধ হয়
ক্লোজ ম্যাচে হেরে যাচ্ছি!’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন