নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার যুবদল সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
বৈঠকে মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন