নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাপের শেষ রাখতে নেই,
বেইমানের ক্ষমা নেই। আজ
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সামাজিক
সহায়তা উদ্যোগ আয়োজিত
‘স্বাধীনতার ৪৩ বছর উদযাপন,
বীরাঙ্গনাদের সংবর্ধনা,
একাত্তরের স্মৃতিচারণ ও
ভাতা বিতরণ’ অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ
কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধে দুটি পক্ষ
থাকে। একটি শত্রুপক্ষ আর
একটি বেইমানপক্ষ
বা বিশ্বাসঘাতকপক্ষ।
একাত্তরে পাকিস্তানি সৈন্য
ছিল শত্রুপক্ষ আর জামায়াত-
রাজাকার-আলবদর ছিল বেইমানপক্ষ।
একাত্তরের মানবতাবিরোধী-
যুদ্ধাপরাধী বেইমানদের বিচার
করতে না পারা ছিল আমাদের
ঐতিহাসিক মহাভুল।’ তিনি বলেন,
যুদ্ধে পরাজিত
বেইমানরা ঘাপটি মেরে আছে।
তারা ভুল স্বীকার করেনি।
জামায়াতের
জঙ্গিবাদীরা আবারও
মাথাচাড়া দিয়ে উঠছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,
‘বিচার শেষ করব, সাজা কার্যকর
করব, অপরাধ করলে বিচার হয়
এটা প্রমাণ করে আইনের শাসন
প্রতিষ্ঠা করব।’
বাসসের খবরে বলা হয়, বিএনপির
নেত্রী খালেদা জিয়াকে বাং
জঙ্গিবাদের জননী উল্লেখ
করে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ ত্যাগ
না করলে খালেদা জিয়াকে জঙ্গ
মতো বিতাড়িত করতে হবে।
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪
সাপের শেষ রাখতে নেই: তথ্যমন্ত্রী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন