নিজস্ব প্রতিবেদক: অচিরেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, “বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে তবে জামায়াত নয়। ধর্মভিত্তিক দল হয়েও যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে রাজনীতি করবে তাদের নিষিদ্ধ করা হবে না। কিন্তু জামায়াতের মতো ধর্মান্ধ, সেই যুদ্ধাপরাধীদের দলকে অচিরেই নিষিদ্ধ করা হবে।”
শনিবার দুপুরে জাতীয় গণগ্রন্থাগারের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, “মুক্তিযোদ্ধাদের যথার্ত সম্মান জানাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনো যে মুক্তিযোদ্ধারা স্বীকৃতি পাননি তাদের স্বীকৃতি দেওয়া, জেলায় জেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য মুক্তিযোদ্ধা পল্লী গড়ে তোলা, শহীদ মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের কবরকে বিশেষ ডিজাইনে করা যাতে যে কেউই বুঝতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর। এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বাতিল করাসহ যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে উঁচু উঁচু পদে অধিষ্ঠ আছেন অচিরেই তাদের সার্টিফিকেট বাতিল করে শাস্তির আওতায় আনা হবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন