ভোলার দৌলতখান, তজুমদ্দিন ও
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন
রোববার ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে নির্বাচনের সকল
প্রস্তুতি সম্পন্ন
করেছে জেলা নির্বাচন কমিশন।
প্রিসাইডিং,
পোলিং অফিসারসহ
কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার,
ভোট বাক্স ইতিমধ্যেই
পাঠানো হয়েছে।
তিনটি উপজেলায় ৯৩টি ভোট
কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ৬২টির অধিক ঝূঁকিপূর্ণ
ঘোষণা করা হয়েছে। ঝুকিপূর্ন এসব
কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত
করতে প্রশাসনের পক্ষ
থেকে নেয়া হয়েছে ৫ স্তরের
নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনি আইন অনুযায়ী শুক্রবার
রাত ১২টা থেকেই প্রার্থীদের
প্রচার-প্রচারণা, গণসংযোগ শেষ
হয়েছে। এখন তিন
উপজেলা জুড়ে বইছে ভোট উৎসব।
তবে জয়ের
ব্যাপারে প্রার্থীরা আশাবাদী থাকলেও
নদী ভাঙ্গন, জলদস্যুতা রোধ,
নারী শিক্ষার উন্নয়নসহ
নানামুখী উন্নয়ন
করতে যিনি সক্রিয় ভূমিকা পালন
করবে তাকেই
ভোটাররা চাইছেন। আবার
নির্বাচন নিয়ে আতংকের কথাও
প্রকাশ করেন কেউ কেউ।
শনিবার, ২২ মার্চ, ২০১৪
ভোলায় ৬২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৫ স্তরের নিরাপত্তা ব্যাবস্তা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন