বাউফল প্রতিনিধি:টুয়াখালীর বাউফল উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার ধূলিয়া ইউনিয়ন কার্যালয়ের পশ্চিম পাশে ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন মার্কেটে এই ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা দাবি করছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে সুমন হাওলাদারের মুদি দোকানে আগুনের শিখা দেখে স্থানীয় এক ব্যক্তি ডাক-চিৎকার দেন। এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু এর মাঝেই পাশের আরিফুর রহমানের কসমেটিক্স ও মালেক শরীফের মুদী দোকানও সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় দোকানের মধ্যে থাকা সুমন হাওলাদার আহত হন।
বুধবার, ২৬ মার্চ, ২০১৪
বাউফলে আগুনে পুড়ে তিন দোকান ছাই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন