রিগান, বরিশাল প্রতিনিধি: অবশেষে শনিবার বরিশাল- ঢাকা নৌপথে নামছে ‘এম ভি বাঙ্গালী’ নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন
সংস্থা (বিআইডব্লিউটিসি)’র
একটি অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল
থেকে জাহাজটি উদ্বোধন
করবেন। এর মাধ্যমে দীর্ঘ ৭৫ বছর পর
বিআইডব্লিউটিসি’র
যাত্রীবাহী জাহাজ বহরে যুক্ত
হচ্ছে একটি নতুন জাহাজ।
অপরদিকে একই
সাথে তৈরি করা ‘এম ভি মধুমতি’
জাহাজটি জুনে বিআইডব্লিউটিসি’র
বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন
সংস্থাটির চেয়ারম্যান মো.
মুজিবর রহমান।
তিনি জানান, ‘নতুন
যাত্রীবাহী জাহাজ ‘এম
ভি বাঙালি’ শনিবার ও ‘এম
ভি মধুমতি’
আগামী জুনে বিআইডব্লিউটিসি’র
যাত্রীবাহী জাহাজবহরে যুক্ত
হবে। ফলে নৌপথে রাজধানীর
সঙ্গে দক্ষিণাঞ্চলের ছয় জেলার
যোগাযোগ আরও সহজ হবে।’
দুটি জাহাজই নির্মাণ
করেছে বাংলাদেশের
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
লিমিটেড। এর আগে ২০১২ সালের
অক্টোবরে জাহাজ
দুটি নির্মাণের চুক্তি স্বাক্ষরিত
হয়। বিআইডব্লিউটিসির
অর্থায়নে জাহাজ
দুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৫১
কোটি ৪৩ লাখ টাকা।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে,
শনিবার সকালে পানগাঁও
কন্টেইনার টার্মিনাল
থেকে চলাচলের জন্য
এমভি বাঙালি জাহাজটি উদ্বোধন
করবেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। এ কারণে সদরঘাটের
ঢাকা নদীবন্দর ও নবনির্মিত
পানগাঁও
নৌবন্দরকে সাজানো হয়েছে।
উদ্বোধনের
শেষে জাহাজটি ঢাকা-বরিশাল
নৌপথে চলাচলের জন্য উন্মুক্ত
করা হবে।
শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
বরিশাল- ঢাকা নৌপথে নামছে ‘বাঙালি’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন