জেএম মাসুদ,মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে নৈশকোচের ধাক্কায় তিন শ্রমিকসহ নসিমনআরোহী চারজন নিহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে ‘মস্তফাপুর স্পিনিং মিলের’ সামনে এ দুর্ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, হতাহতরা সবাই নসিমনের আরোহী। তাদের ফরিদপুর ও ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- নসিমন চালক শিপন (২৮) এবং ‘মস্তফাপুর স্পিনিং মিলের’ শ্রমিক শেফালী (৩০), চম্পা (৩০) ও হ্যাপি আক্তার (১৬)।
এএসপি জানান, নসিমনটি গভীর রাতে মোস্তফাপুর থেকে কারখানার শ্রমিকসহ অন্য যাত্রীদের নিয়ে ঘটকচরপুর যাচ্ছিল। আর ‘সাকুরা পরিবহনের’ বাসটি যাচ্ছিল ঢাকার দিকে।
প্রত্যক্ষদর্শীর সুত্রে জানাযায়, বাসটি পেছন দিক থেকে নসিমনটিকে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়েন।
এ সময় ঘটনাস্থলেই নসিমনের চালকসহ চার জনের মৃত্যু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন