পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির
উদ্যোগে উপজেলা পরিষদ
মিলনায়তনে কর্মী সম্মেলন
উপলক্ষে মঙ্গলবার উপজেলা জাতীয়
পার্টির দু’গ্রুফের
মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া-
পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলা জতীয় পার্টির
বর্তমান সভাপতি মোঃ শফিকুল
ইসলাম
কাওসারকে বাদদিয়ে সম্মেলনের
মাধ্যমে গতকাল উপজেলা জাতীয়
পার্টির নতুন কমিটি গঠন করার
প্রতিবাদে উপজেলা যুবসংহির
আহবায়ক মোঃ রফিক জোমাদ্দারের
নেতৃত্বে গতকাল
সকালে পটুয়াখালী জেলার
ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খায়রুল
আল মামুনসহ
অন্যান্যে নেতারা সুবিদখালী ষ্টীল
ব্রীজের উত্তর
পাড়ে এসে পৌছলে তার বাধা দেয়।
এ সময় কাওসার গ্রুফের
নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে দুলাল
গ্রুফের নেতাকর্মীদের
ধাওয়া করলে পুলিশ
জেলা নেতাকর্মীদের উদ্ধার
করে পুলিশি পাহাড়ায়
তাদেরকে সম্মেলন
কক্ষে নিয়ে যায়।
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪
মির্জাগঞ্জে জাপা সম্মেলনে ধাওয়া - পাল্টা ধাওয়া
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন