মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

নিজেদের দ্বিতীয় ম্যাচে শুধুই জয় চাই: মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তান জুজু কেটে গেছে। এ জন্যই হয়তো সাহসী কথাগুলো বলতে শুরু করেছেন মুশফিক। ১৮ মার্চ নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে মুশফিক খুলেও দিয়েছেন সাহসী কথার ঝুরি। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নেপালের বিপক্ষে ম্যাচ জয় ছাড়া কিছু ভাবছেনই না তিনি।

মুশফিক বলেন, “মঙ্গলবার নেপালে বিপক্ষে জিতে সুপার টেনের পথটা মসৃণ করতে চাই। একই সাথে জিততে চাই দশ উইকেট বা এমন বড় ব্যবধানে। তবে কম ব্যবধানে জিতলেও, জয় জয়ই। জিততে চাই যে কোনো মূল্যে।”

মুশফিকের এমন আত্মবিশ্বাসী উচ্চারণের মূলে আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়। যে জয়টি এসেছে সঠিক পরিকল্পনার ফলে। মুশফিক বলেন, “রোববার আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিলো। সেগুলো ঠিকমতো করতে পেরেছি। আমাদের পরিকল্পনা সফল হয়েছে।”

সফল হওয়া পরিকল্পনায় ভর জয়ের ধারায় ফিরতে চান বাংলাদেশ অধিনায়ক। মুশফিক বলেন, “জয়ের ধারা ধরে রাখতে চাই। চট্টগ্রামের উইকেট খুব সম্ভবত পেসারদের সহায়তা করবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে উইকেট নিয়ে সিদ্ধান্ত নিতে। আমাদের দলে অত্যন্ত অভিজ্ঞ স্পিনাররাও আছেন।”

মুশফিক স্পিনারদের কথা বিশেষভাবে বলেছেন সচেতন মনেই। কারণ তো সবারই জানা। স্পিনশক্তির কারণেই তো দেশের মাটিতে গত দুবছরে অসাধারণ সব সাফল্য পেয়েছে বাংলাদেশ। তারপরও মুশফিক মনে করেন জ্বলে উঠতে পারেন যে কেউ। মুশফিক বলেন, “স্বল্প সময়ের টি-টোয়েন্টিতে যে কেউ জ্বলে উঠতে পারে। যে কোনো বোলার বা ব্যাটসম্যান ম্যাচের চেহারা বদলে দিতে পারেন।”
মুশফিকের কথাবার্তায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী তিনি। মুশফিক বলেন, “আমাদের দলে এখন চাপের মুখেও ভালো খেলার মতো খেলোয়াড় আছেন। আমরা আশাবাদী।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন