নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ জাতীয় সংগীত অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের অনুদান ফেরত দেওয়ার পক্ষে মত দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, "ইসলামী ব্যাংকের এ টাকা দিয়ে জাতীয় সংগীতের অনুষ্ঠান ঠিক হবে না। তাদের টাকা ফেরত দেওয়া উচিত।"
মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমিতে ‘মোবাশ্বের আলী স্বর্ণপদক-২০১৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, "ইবলিশ এবং ফেরেশতাদের মধ্যে যেমন সংলাপ হতে পারে না তেমনি জঙ্গিবাদের সাথে গণতন্ত্রেরও কোনো সংলাপ হতে পারে না। জঙ্গিবাদকেও ছাড় দেওয়া যাবে না।"
এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আব্দুল মান্নান চৌধুরী এবং অর্থনীতিবিদ ও গীতিকার শোয়াইব আহমেদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়।
প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ ও ভাষা সৈনিক শাসমুল হুদা।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ আয়োজনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তিন কোটি টাকা অনুদানের চেক তুলে দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন