মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪

পলিটেকনিক ছাত্রকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে

রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশাল
পলিটেকনিক ইন্সটিটিউটের মো.
ইব্রাহীম (২০) নামে এক
ছাত্রকে প্রধান ছাত্রাবাসের
চারতলা থেকে ফেলে দেওয়ার
অভিযোগ
উঠেছে শাখা ছাত্রলীগের
নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময়
শিমুল আহম্মেদ (২১) নামে আরো এক
ছাত্রকে বেধরক মারপিট
করে মারাত্মকভাবে আহত
করেছে বলেও অভিযোগ
পাওয়া গেছে। সোমবার রাত
আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই ছাত্রকে উদ্ধার
করে বরিশাল
শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়
(শেবাচিম)
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ইব্রাহীমের অবস্থা শঙ্কাজনক
বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইব্রাহীম বরিশালের
গৌরনদী উপজেলার
আশুকাঠি গ্রামের হাতেম আলীর
পুত্র ও বরিশাল পলিটেকনিক্যাল
কলেজের ৮ম সেমিষ্টারের
ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র।
আহত অপর ছাত্র শিমুল
রাজশাহী জেলার মনিরুল ইসলামের
পুত্র ও বরিশাল পলিটেকনিক্যাল
কলেজের ৪র্থ সেমিষ্টারের
ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র।
আহত শিমুল আহম্মেদ জানান,
পলিকেটনিকে পড়াশুনা করার
সুবাদে তারা প্রধান ছাত্রাবাসের
পূর্ব ব্লকের চতুর্থ তলায় ৪০১ নম্বর
কক্ষে থাকতেন। সোমবার
রাতে পলিকেটনিকের ছাত্র
ছাত্রলীগ নামধারী রেজা ও সৈকত,
মাসুম ও সিফাত
লাঠিসোটা নিয়ে কলেজের
ছাত্রাবাসে প্রবেশ
করে ইব্রাহীমকে খুজতে থাকে।
শিমুল জানায়, এ সময়
তারা (ছাত্র্রলীগ কর্মীরা) ফোন
দিয়ে ইব্রাহীমকে ডেকে আনতে বলে।
সে অপারগতা প্রকাশ
করলে তাকে বেধড়ক মারধর
করে মারাত্মক জখম করা হয়।
ছাত্রলীগের নির্যাতনের এক
পর্যায়ে সে ফোন
দিয়ে ইব্রাহীমকে ডেকে আনতে বাধ্য
হয়।
পরে তারা ইব্রাহীমকে ৪০১
কক্ষে আটকে বেধম মারধর করে চতুর্থ
তলার
জানালা দিয়ে নিচে ফেলে দেয়।
পরে কলেজের
শিক্ষার্থীরা তাদের
দুজনকে উদ্ধার করে বরিশাল
শেবাচিম হাসপতালে ভর্তি করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন