রিগান, বরিশাল প্রতিনিধি: অনুমতি না নিয়ে নৌ- কারখানা মাঠে ১১তম বরিশাল
আন্তর্জাতিক বানিজ্য মেলার
আয়োজন করায়
গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশ
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ
(বিআইডব্লিউটিএ)।
এমনকি সেখানে নির্মিত সকল
দোকান অবিলম্বে অপসারণ
করতে বলা হয়েছে।
এতে বিপাকে পড়েছেন দেশের
বিভিন্ন স্থান
থেকে আসা ব্যবসায়ীরা।
স্টল মালিক ও চেম্বার সূত্র জানায়,
বরিশাল চেম্বার অব কমার্সের
উদ্যোগে ২০ ফেব্রুয়ারী বাণিজ্য
মেলার শুরুর লক্ষ্যে দেশের বিভিন্ন
স্থান থেকে ব্যবসায়ীরা এসে স্টল
নির্মাণ করেন। এরপর তারিখ
পরিবর্তন করে ৫ মার্চ করা হয়।
পরবর্তীতে ১০ মার্চ মেলার
উদ্বোধনের দিন ধার্য করা হয়। এর
মধ্যে বিনানুমতিতে মাঠ ব্যবহার
করায় গেটে তালা ঝুলিয়ে দেয়ায়
বিপাকে পড়েছেন দেশের
বিভিন্ন স্থান
থেকে আসা ব্যবসায়ীরা। মেলায়
৭১টি স্টলের
পাশাপাশি তৈরী করা হয়েছে হাউজি ও
জুয়ার প্যান্ডেল।
একাধিক স্টল মালিক অভিযোগ
করেন বসে বসে তাদের কর্মীদের
তিনবেলা খাওয়া ছাড়া আর কোন
কাজ নেই। তার মধ্যে মাঠ
নিয়ে দ্বন্দ্বে আদৌ মেলা হবে কিনা তা নিয়ে তাদের
সন্দেহ রয়েছে।
এতে তারা ব্যবসায়ীকভাবে ক্ষতির
সম্মুখীন হচ্ছেন।
এ ব্যাপারে চেম্বার’র মুখপাত্র
জাহাঙ্গীর হোসেন মানিক
জানান, মেলার অনুমতি আছে। কিন্তু
মাঠের অনুমতি নিয়ে সাময়িক
বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
সমস্যা সমাধানে ঢাকায়
রওয়ানা হয়েছেন। সবকিছু ম্যানেজ
হয়ে যাবে।
মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪
বরিশালে বাণিজ্য মেলার গেটে তালা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন