বুধবার, ২৬ মার্চ, ২০১৪

জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক সিদ্ধান্ত

নিজম্ব  প্রতিবেদক: স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত মাত্র।
বুধবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আশরাফ বলেন, এইটা রাজনৈতিক সিদ্ধান্ত, আর যখন হবে তখন আপনাদের জানানো হবে।

তিনি বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের এ দেশে রাজনীতি করতে দেয়া উচিত নয়। স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির এখনো রগ কাটার ও গৃহযুদ্ধের হুমকি দেয়। তাদের এদেশে থেকে বিতারিত করতে হবে।

তিনি আরো বলেন, আজকের এই সময়ে সব হীনতা, কাপুরুষরতা, দাদুল্যমানতাকে দূর করে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধাপরাধীদের দল ও প্রতিষ্ঠানগুলোর রাজনীতি করার অধিকার আছে কি না? এ সিদ্ধান্ত আদালত নিবে না। এ সিদ্ধান্ত হবে রাজনৈতিক সিদ্ধান্ত  এবং তা রাজনৈতিক নেতৃবৃন্দকেই নিতে হবে। এটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন