বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

১৭ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: স্থগিত হওয়া ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক নিয়োগ
পরীক্ষা আগামীকাল শুক্রবার দুপুর
আড়াইটায় অনুষ্ঠিত হবে।
বুধবার প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র
সহকারী সচিব জাজরীন নাহার এ
তথ্য জানান।
তিনি বলেন, প্রার্থীদের
নামে নতুন করে কোনো প্রবেশপত্র
ইস্যু করা হবে না। আগের প্রবেশপত্রই
বহাল থাকবে। অবশ্য প্রার্থীদের
এসএমএসের
মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্য
জানানো হবে।
যে ১৭ জেলায় নিয়োগ
পরীক্ষা অনুষ্ঠিত
হতে যাচ্ছে সেগুলো হলো- ঢাকা,
রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা,
শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার,
রাজশাহী, পাবনা, লালমনিরহাট,
খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ,
মেহেরপুর, সুনামগঞ্জ,
মৌলভীবাজার ও হবিগঞ্জ।
তৃতীয় দফায় ১৭ জেলায় প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক
নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ
করেছে প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৪ মার্চ প্রথম
দফায় শিক্ষক নিয়োগের লিখিত
পরীক্ষার দিন ঠিক করা হয়।
পরে তা পিছিয়ে ২৮ মার্চ দ্বিতীয়
দফার দিন নির্ধারণ করা হলেও
বাতিল করে মন্ত্রণালয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন