নিজস্ব প্রতিবেদক: মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল
দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকাল
সোয়া ৭টার দিকে তিনি এ
শ্রদ্ধা জানান।
পরে আওয়ামী লীগের প্রধান
হিসেবে দলীয় নেতাদের
সঙ্গে নিয়েও
তিনি শ্রদ্ধা জানান। এ সময়
তার সঙ্গে ছিলেন
আওয়ামী লীগের
সৈয়দা সাজেদা চৌধুরী,
তোফায়েল আহমেদ,
মতিয়া চৌধুরী, শেখ ফজলুল
করিম সেলিম, আব্দুল লতিফ
সিদ্দিকী ও ওবায়দুল
কাদেরসহ শীর্ষ নেতারা।
শ্রদ্ধাজানানোশেষেআওয়ামীলীগের
সভাপতিমণ্ডলীর সদস্য
সৈয়দাসাজেদাচৌধুরীসাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে বলেন,
জিয়াউর রহমান
কীভাবে প্রথম রাষ্ট্রপতি হয়?
মুজিবনগর সরকার যখন গঠিত হয়
তখন বিএনপির সৃষ্টিই হয়নি।
জিয়াউর রহমান এ
সরকারকে গার্ড অব অনার
দিয়েছিলেন।
তারা ইতিহাস
বিকৃতি করেছে। তরুণ সমাজই
ইতিহাস রক্ষা করবে।
আওয়ামী লীগের সহযোগী ও
ভ্রাতৃপ্রতিম সংগঠনের
নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে ফুল
দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
পরে সবাই
বনানী কবরস্থানে জাতীয়
নেতা, সৈয়দ নজরুল ইসলাম,
তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন
এম মনসুর আলীর কবরে ফুল
দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
একইভাবে রাজশাহীতে এ
এইচ এম কামরুজ্জামানের
সমাধিতেও শ্রদ্ধা নিবেদন
করেছেন নেতা-কর্মীরা।
দিবসটিউপলক্ষে মেহেরপুরের
মুজিবনগরেবেলাসাড়ে১১টায়
জনসভার কর্মসূচি রয়েছে।
১৭ এপ্রিল মুজিবনগর
দিবসটি বাঙালি জাতির
জীবনের এক অবিস্মরণীয়
গৌরবগাঁথার দিন। 
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন