নিজম্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “বিএনপির বন্ধুদের বলতে চাই, পরামর্শ থাকলে দিন। প্রয়োজনে বিএনপি নেত্রীকে (খালেদা জিয়া) আমার চেম্বারে চা খাওয়ার দাওয়াত রইলো। আমি আপনাকে চায়ের দাওয়াত দিলাম। এসে আমাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ বা কথা থাকলে বলেন''
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ''আন্দোলনের অহেতুক হুমকি দিয়ে কী হবে? আপনারা আন্দোলনের লোক না। আন্দোলন করতে পারেন না। আমরা ও আওয়ামী লীগই আন্দোলনের দল। আন্দোলনের মধ্য দিয়ে এ দলের জন্ম।”
নাসিম আরো বলেন, “যে কেউ জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতির জনক নিয়ে কটাক্ষ করবে, এটা হতে পারে না। আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, প্রয়োজনে কটূক্তিমূলক বক্তব্যের জন্য আমরা আইন করবো।”
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, “আপনার নাবালক ছেলেকে থামান। আপনি কি চিন্তা করে দেখেছেন, বোধশক্তিহীন মানুষের বুদ্ধিতে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন? জনগণকে জিম্মি করে আন্দোলন করতে চান, হবে না। আজকে যা বলছেন, তার উদ্দেশ্য কী? পরাজিত শক্তিকে ফিরিয়ে আনতে চান? এতে আপনাদেরই ক্ষতি হচ্ছে। দলের সিনিয়র নেতাদের কথা শুনে দল চালান। নাবালকদের কথা শুনে যাই করেন, নিজের ক্ষতি করবেন না।”
তিনি বলেন, “বারবার এ দেশে বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃতির অপতৎপরতা হয়েছে। কিন্তু সত্যকে ঢাকা যায়নি। মেঘ কখনো সত্যকে ঢাকতে পারে না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন এবং বাস্তবায়ন করেছেন। এজন্য মানুষ যুগ যুগ ধরে মনে রাখবেন। তাকে যারা ছোট করতে চান, নিজেরাই ছোট হয়েছেন।”
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিরোধী দলের নেতা সংসদ ত্যাগ বা বর্জন করবেন না বলেছেন। ভালো বলেছেন, এমনই বিরোধী দল হওয়া উচিত। বিরোধী দল তো সরকারের সমালোচনা করবে, পরামর্শ দেবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন