সোনালী ডেস্ক: একজন ছেলের কাছে সুন্দরী হওয়াটাই মেয়েদের স্বার্থকতা নয়।
বহু নারী এ ক্ষেত্রে ভুল করেন। সুন্দরী মেয়েদের সব ছেলে প্রথম দর্শনেই
পছন্দ করে নিতে পারেন। এর মানে এই নয় যে মেয়েটি সব ছেলের কাছেই
সবেচেয়ে আকর্ষণীয় বলে বিবেচিত হবেন। ছেলেদের 'স্বপ্নের রাজকন্যা' হতে হলে কিছু
গুণের প্রদর্শন দরকার। শুধু সুশ্রী মুখায়ব
নিয়েই ছেলেদের স্বপ্নের রাজকন্যা হওয়া যায় না। সেই নারীই সব ছেলের স্বপ্নের
রাজকন্যা হন যিনি তার প্রতি মোহিত
হতে চ্যালেঞ্জে ছুড়ে দেওয়ার
চ্যালেঞ্জ নিতে পারেন। এমন
নারী তার চমকপ্রদ বৈশিষ্ট্য
দিয়ে ছেলেদের মোহিত করে।
ছেলেরা মেয়েদের
সুখী করতে পছন্দ করেন। এর
মাধ্যমে তারা নিজেদের মূল্যায়ন
করেন। ছেলেরা কীভাবে এমন সুখ
বোধ করবেন তার নির্দেশনা দেন
স্বপ্নের নারীরা।
যে নারীরা ছেলেদের
পেছনে ঘোরেন
এবং তাকে নিজের সব উজাড়
করে দেন শুধু তাকে খুশি করার জন্য,
তারা মূলত পুরুষদের যন্ত্রণার উদ্রেক
করেন। যে নারী তার মনের
মানুষকে জড়িয়ে ধরে প্রসন্ন
থাকে তেমন নারীকেই পছন্দ করেন
পুরুষরা। প্রেমিকার জন্য
ছেলেরা যখন কিছু করেন, তখন
কী মেয়েটির ধন্যবাদ
দেওয়া উচিত? সাধারণ
ভদ্রতা দেখিয়েও
এমনটি করলে ছেলেরা তা পছন্দ
করেন না। কারণ ছেলেদের
কাছে এটিই সহজাত যে,
ছেলেরা মেয়েদের
দিবে এবং মেয়েরা তা স্বাভাবিকভাবেই
গ্রহণ করবে।
মনের মতো মেয়েটির মন জয়
করতে ভয়ংকর চ্যালেঞ্জ
নিতে পছন্দ করেন পুরুষরা। কিন্তু
যে নারীরা সহজেই ধরা দেন,
তাদের প্রতি হঠাৎ করেই আগ্রহ
হারিয়ে ফেলেন পুরুষরা।
ছেলেরা যা চেয়ে থাকেন
তাতে সহজেই নারীর সমর্থন সব সময়
ভালো নয়। এ ক্ষেত্রে কিছু
বিষয়ে মেয়েটিকে নেতিবাচক
দেখতে চান ছেলেরা। এটি নারীর
ব্যক্তিত্বের প্রকাশ যা ছেলেদের
মোহিত করে।
ছেলেরা সেই নারীকেই
স্বপ্নে চান যার শুধু উপস্থিতিতেই নয়,
তার
অনুপস্থিতিতে বেশি বিরহে থাকেন
ছেলেরা।
মেয়েদের মধ্যকার রহস্যও দারুণ মুগ্ধ
করে ছেলেদের। যে নারীর
হৃদয়টাকে বুঝতে ছেলেদের
কোনো সমস্যা হয় না, তার
প্রতি ছেলেটির কোনো আগ্রহ
থাকে না। নারীদের খোলা বইয়ের
মতো দেখতে চান না কোনো পুরুষ।
নারীসুলভ দুর্বোধ্যতা ছেলেদের
ভালো লাগে। নিজ এবং নিজের
জীবনের প্রতি ভালো নিয়ন্ত্রণ
যে নারীর রয়েছে তার প্রতি আকৃষ্ট
ছেলেরা।
রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
পুরুষের চোখে যে নারীরা 'স্বপ্নের রাজকন্যা'
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন