মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

দীর্ঘ দিন পর নিজ কার্যালয়ে সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় মাস পর নিজ কার্যালয়ে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সফর থেকে ফেরার একদিন পর আজ মঙ্গলবার সকালে তিনি নির্বাচন কমিশনে তার কার্যালয়ে আসেন। এ সময় ইসি কার্যালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। সোমবার ভোর ৫টায় সিইসি একটি টার্কিস বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গত ৩ মার্চ তিনি দীর্ঘ সফরে যুক্তরাষ্ট্র যান। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উপজেলা নির্বাচন চলাকালে সিইসি দীর্ঘ সফর নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তিনি আর দেশে ফিরবেন না বলেও গুঞ্জন শোনা যায়।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার দেশে থাকতেই প্রথম দুই ধাপের ভোট অনুষ্ঠিত হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটের সময় তিনি বিদেশে অবস্থান করেন। সিইসি সফরে যাওয়ার পরই উপজেলা নির্বাচনে ব্যালট ছিনতাই, জাল ভোট ও সহিংসতা বেড়ে যায়। এ সময়ে কমিশনের নিয়ন্ত্রণের বাইরে ছিল মাঠপর্যায়ের প্রশাসন। অভিযোগ রয়েছে, কমিশনের নির্দেশ অমান্য করে সরকার ও তার দলের নেতা-কর্মীদের কথামতো কাজ করেছে প্রশাসনের কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন