বাউফল প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাউফলের ৪ নং কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম তালুকদারকে বরখাস্ত করেছেন। আজ রোববার মন্ত্রণালয়ের এক আদেশ বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছায়। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থসবি/ইপ/সাবঅ-৫৭/২০০৮(অংশ-২)/১৬৮ স্মারকে চলতি মাসের ৩ তারিখে মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত বরখাস্তের ওই চিঠিটি পটুয়াখালী জেলা প্রশাসক ও বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গতকাল রোববার এসে পৌঁছায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাউফলের ৪ নং কেশবপুর ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদারের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে বিধিায় তাঁকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া সমীচীন নয়। এজন্য স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উহা বলবৎ থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন