বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

সাঈদীর আপিলের রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের
দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত
জামায়াত নেতা দেলাওয়ার
হোসাইন সাঈদীর আপিল আবেদনের
রায় যেকোনো দিন
ঘোষণা করা হবে।
উভয়পক্ষের করা পৃথক দুটি সম্পূরক
আবেদন খারিজ করে দিয়ে বুধবার
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল
হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ
সাঈদীর আপিল আবেদনটি রায়ের
জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
এর আগে মঙ্গলবার উভয়পক্ষের চূড়ান্ত
যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
পরে পিরোজপুরে ইব্রাহিম
কুট্টি হত্যার
অভিযোগে স্বাধীনতার পর দায়ের
হওয়া মামলায় দালাল আইনে গঠিত
বিশেষ ট্রাইব্যুনালের
নথি তলবে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে একই মামলার বিচারিক
আদালতের রেজিস্ট্রার
খাতা তলবের আবেদন জানায়
আসামিপক্ষ।
বুধবার আপিল বিভাগ এই
দুটি আবেদনই খারিজ করে সাঈদীর
আপিল আবেদন রায়ের জন্য
অপেক্ষমাণ রাখেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময়
দুটি হত্যার দায়ে গত বছরের ২৮
ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-১ দেলাওয়ার হোসাইন
সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দেন।
২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম
কুট্টি ও
বিশাবালী হত্যা এবং হিন্দু
সম্প্রদায়ের বাড়িঘরে আগুন
দেওয়ার দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড
দেয় ট্রাইব্যুনাল।
তবে আসামি পক্ষের দাবি করেছে,
বিশেষ ট্রাইব্যুনালে দায়ের
হওয়া ইব্রাহিম কুট্টি হত্যা মামলার
আসামিই ছিলেন না সাঈদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন