বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪

সংসদ সদস্য নাসিম ওসমান আর নেই

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন.... (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার রাত ১টায় দিল্লির পেরাদুন শহরের একটি ক্লিনিকে তিনি মারা যান। সংসদ সদস্যের ছোট ভাই শামীম ওসমান এমপি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নাসিম ওসমানের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ধারণ করা হয়েছে কালো ব্যাচ। সকাল থেকে তাঁর রাজনৈতিক কার্যালয়ে কোরআন পাঠ ও দোয়া মহফিল চলছে।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল বলেন, ভারতের দেরাদুন অঞ্চলে কয়েক জনের সঙ্গে গল্প করার মাঝে তিনি হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিক ভাবে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। নাসিম ওসমান গত দশম জতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। নাসিম ওসমান জাতীয় সংসদের ৪ বার নির্বাচিত এমপি। ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ এবং ২০১৪ সালে তিনি জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন। মৃত্যুর আগে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন