নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে আজ বুধবার দুপুর পৌনে ৩টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র নজরুল ইসলামসহ তিনজনের অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে পুলিশ উদ্ধার করেছে একটি লাশ। বাকি দুইটি লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ।
বন্দর থানার ওসি আকতার মোর্শেদ জানান, শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের বলে সনাক্ত করা হয়েছে। বাকি দুটি লাশের পরিচয় এখনো অজ্ঞাত। তিনি জানান, নিহতদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।
বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
নারায়ণগঞ্জের প্যানেল মেয়রসহ তিন লাশ উদ্ধার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন