সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

আইনশৃঙ্খলা বাহিনীকে দক্ষতার সাথে কাজ করতে হবে : আইজি

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস দমনে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরো দক্ষতার সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। তিনি আরো বলেন, আমরা সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি। আজ সোমবার সকালে মিরপুর স্টাফ কলেজে বাংলাদেশ ও সিঙ্গাপুরস্থ ইন্টারন্যাশনাল সেন্টার পলিটিক্যাল ভায়লেন্স এ- টেরোরিজম রিসার্চ এর যৌথ উদ্যোগে চার দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাস দমনে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বাড়ানোর সময় এসেছে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাস দমনে কাজ করছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সন্ত্রাসবাদ দমনে দেশিয়, আঞ্চলিক ও আর্ন্তজাতিক জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব। এর ফলে সন্ত্রাস দমনে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন