রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে লংমার্চ কর্মসূচি : রিজভী

নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে ঐক্যবদ্ধ করতেই আগামী ২২ ও ২৩ এপ্রিল লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নতজানু হতে দেশ স্বাধীন করিনি। তিস্তার পানির সাথে এ দেশের মানুষের জীবন-মরণ সম্পর্ক। এ পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। অথচ ভারত সরকার জোর করে বাঁধ দিয়ে আমাদের অধিকার হরণ করছে। এটি অন্যায়। এর বিরুদ্ধে আন্দোলন করা ন্যায়সঙ্গত। লংমার্চ কর্মসূচি সফল করতে আজ রোববার সকালে রাজধানীর এ্যালিফ্যান্ট রোডে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী আরো বলেন, বর্তমান সরকার অবৈধ। লংমার্চে বাধা দিলে প্রমাণিত হবে এ সরকার জনগণের সরকার নয়, ভারতের সরকার এবং তাতে তারা জনগণ থেকে আরো বিচ্ছন্ন হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন