শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

বিএনপি বিক্ষোভ ও গণ-অনশন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সব পর্যায়ের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, সারা দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের প্রতিবাদে বিক্ষোভ এবং গণ-অনশনের কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল সোমবার সারা দেশের জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ৪ মে সারা দেশের জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত গণ-অনশন পালন করা হবে। গুম-খুন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন এগুলো গণমাধ্যমে গুরুত্ব সহকারে ঠাঁই পাচ্ছে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা অভিহিত করে তিনি বলেন, নির্বাচন থেকে দূরে রাখতেই এ মামলা দেয়া হচ্ছে। যা বিএনপিকে ধ্বংসের একটা নীল নকশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন