নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ২৮টি স্বর্ণের বার
উদ্ধার করা হয়েছে।
এঘটনায় দুবাই থেকে এমিরেটস
এয়ারলাইন্সের
একটি বিমানে ঢাকায় আসা ওই
যাত্রীকে আটক করা হয়েছে।
আটক মো. বাহারের (৪৮)
বাড়ি কুমিল্লার লাকসাম
উপজেলায়।
বিমান বন্দরের শুল্ক
গোয়েন্দা বিভাগের
উপপরিচালক মোস্তাফিজুর রহমান
জানান, সকাল
সাড়ে ৮টার দিকে ফ্লাইট ই
কে ৫৮২ শাহজাহালাল
বিমানবন্দরে অবতরণ করে।
“বিমান থেকে নামার পর
বাহারের গতিবিধি সন্দেহজনক
মনে হওয়ায়
গোয়েন্দারা তাকে তল্লাশি করে বারগুলো পায়।”
বর্তমান বাজার মূল্যে প্রায়
সোয়া তিন কেজি ওজনের
বারগুলোর দাম প্রায় দেড়
কোটি টাকা বলে জানান এই শুল্ক
কর্মকর্তা।
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪
জুতার ভেতরে সোয়া ৩ কেজি সোনা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন