নিজস্ব প্রতিবেদক: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জ গঠন করেছেন আদালত। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেরন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক বাসুদেব রায় এ মামলায় চার্জ গঠন করেন। দুদক আইনের ২৬ ধারা অনুযায়ী এ চার্জ গঠন করা হয়। আজ এ মামলায় চার্জ গঠনের পক্ষে আদালতে শুনানি করেন দুদকের আইনজীবী এডভোকেট মোশারফ হোসেন কাজল।
এর আগে এ মামলায় হাইকোর্টে একটি আবেদন থাকার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন মাহমুদুর রহমানের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম ও এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। পরে আদালত শুনানি শেষে সময়ের আবেন নাকচ করে দেন।
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন