বাউফল প্রতিনিধি: বাউফলের ধানদী গ্রামে তদন্তে গেলে পুলিশের সামনে রিয়াজ (১১) নামে এক শিশুকে শারীরিক নির্যাতন করেছে ইউপি সদস্য। ঐ গ্রামের করিম মৃধা বাড়িতে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন জানায়, ‘বাউফল থানার এসআই মোফাজ্জল একটি নারী নির্যাতনের অভিযোগে বাদি পক্ষের আত্মীয় কেশবপুর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বর মো. শাহজাহানকে সাথে নিয়ে একই এলাকার আসামী পক্ষের বাড়িতে যাওয়ার পথে তাদের বাড়ির সামনে মোটরসাইকেলযোগে উপস্থিত হন। এসময় বাড়ি চিনতে না পেরে রিয়াজকে সঙ্গে নিয়ে তারা আসামী পক্ষের ওই বাড়ি যায়। এরপর আসামীগন রিয়াজের দূরসম্পর্কের আত্মীয় জানতে পেরে শাহজাহান মেম্বর পুলিশের সামনে রিয়াজকে চর থাপ্পর মেরে শারীরিকভাবে নির্যাতন করে। পুলিশের সামনে শিশুটিকে শারীরিক নির্যাতন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে রিয়াজের বাবা টমটম চালক জালাল মৃধা ও মা শাহনুর বেগম বলেন, ‘আমরা গরিব বলে কি আমদের কোন ইজ্জত নাই। আমার ছেলেকে পুলিশের সামনে নির্যাতন করেছে। আমরা এই নির্যাতনের বিচার চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন