নিজস্ব প্রতিবেদক:বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (সংশোধিত) প্রকল্পসহ ৪ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয়
অর্থনৈতিক পরিষদের
নির্বাহী কমিটি (একনেক)।
এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২
হাজার ৫৮৯ কোটি টাকা। মঙ্গলবার
রাজধানীর শেরেবাংলা নগরের
এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক
অনুষ্ঠিত হয়।
পাশ হওয়া ‘বরিশাল
ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন
(সংশোধিত)’
প্রকল্পটি বাস্তবায়নে ব্যায় হবে ৮৮
কোটি টাকা। এ প্রকল্পটি সম্পূর্ণ
জিওবি অর্থায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর
বাস্তবায়ন করবে।
পাশ হওয়া অপর প্রকল্প তিনটি হলো—
স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট
প্রোগ্রাম (এসইএলপি) ধাপ-১, সদর
দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের
মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
শক্তিশালীকরণ এবং ইনহেন্সমেন্ট অব
ক্যাপাসিটি অব গ্রিড সাবস্টেশনস
অ্যান্ড ট্রান্সমিশন লাইন ফর রুরাল
ইলেকট্রিফিকেশন।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম
মুস্তাফা কামাল উপস্থিত
সাংবাদিকদের বলেন, ‘বরিশাল
ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন
(সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়িত
হলে সিভিল ইঞ্জিনিয়ারিং,
ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক্স
ইঞ্জিনিয়ারিং এবং নেভাল
আর্কিটেকচার এন্ড মেরিন
ইঞ্জিনিয়ারিং বিভাগের
প্রতিটিতে ৬০ জন করে মোট ১৮০ জন
ছাত্র-ছাত্রী প্রযুক্তির
ক্ষেত্রে যুগোপযোগী শিক্ষা লাভের
সুযোগ পাবে।
উন্নত দেশগুলোতে দক্ষ জনবলের
চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ
প্রতিষ্ঠান হতে প্রশিক্ষিত
কারিগরি জ্ঞানসম্পন্ন স্নাতক
প্রকৌশলীরা উন্নত
দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ
পাবে এবং এতে দেশে বৈদেশিক
মুদ্রা আসবে।
বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন